বিজেপিকে ‘শিক্ষা’ দিতে একুশের আগে দ : দিনাজপুরে শুভেন্দুকে আসরে নামাচ্ছেন মমতা!
BAHRS GLOBAL NEWS, 06 JUN 2020 লক্ষী শর্মা, দক্ষিণ দিনাজপুর : তৃণমূলের হাতে এসেও হাতছাড়া হয়ে গিয়েছে লাল-দুর্গ। দক্ষিণ দিনাজপুর জেলায় প্রবল গোষ্ঠীদ্বন্দ্বে পড়ে তৃণমূলের হাঁসফাঁস অবস্থা। এবার একুশের নির্বাচনের আগে সেই ফাঁস কেটে বেরোতে চাইছেন মমতা। লক্ষ্য বিজেপিকে ‘উচিত শিক্ষা’ দেওয়া।
২০১৯-এ বিজেপির কাছে হার মেনে গড় পুনর্দখল করাই এখন তৃণমূল সুপ্রিমোর মূল লক্ষ্য। তাই তাঁর তৃণমূল থেকে এবার অমোঘ বাণ ব্যবহার করতে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই অমোঘ অস্ত্র হল শুভেন্দু অধিকারী। রাজ্য-রাজনীতিতে এখন জোর জল্পনা চলছে তাঁকে নিয়ে। মমতা শুভেন্দুকে দায়িত্ব দিতে চলেছেন দক্ষিণ দিনাজপুরের।
দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট আসনটি বিজেপির কাছে হার মানতে হয়েছিল তৃণমূলকে। সাংসদ অর্পিতা ঘোষ তাঁর আসনটি ধরে রাখতে পারেননি। এরপর মমতা বন্দ্যোপাধ্যায় জেলা তৃণমূলের সর্বময় কর্তা বিপ্লব মিত্রকে সরিয়ে সভাপতি করে দেন পরাজিত সাংসদ অর্পিতা ঘোষকে।
তবে অর্পিতা ঘোষ ভোটে হার মানলেও সংগঠনের অনেকটাই হাল ফেরান। এই ১ বছরে তিনি ভাঙন রুখে দলকে একটা ধারায় আনার চেষ্টা করেছেন। তবে এরই মধ্যে অর্পিতা ঘোষ রাজ্যসভার সাংসদ নির্বাচিত হয়েছেন।
এখন প্রশ্ন অর্পিতা গোষের জায়গায় কে আসবেন, কে দায়িত্ব নেবেন তৃণমূলের ডুবে যাওয়া তরীকে পাড়ে তোলার। এই অবস্থায় বর্ষীয়ান শঙ্কর চক্রবর্তীকে একাংশ চাইলেও মমতা বন্দ্যোপাধ্যায়ের অন্য পরিকল্পনা রয়েছে বলে মনে করছে রাজনৈতিক মহল। মমতা বন্দ্যোপাধ্যায় ভাবছেন ২০২১-এর আগে একটা মাস্টারস্ট্রোক দিতে।
মমতা চাইছেন বিজেপির পালের হাওয়া কেড়ে নিয়ে বিপ্লব মিত্রকে ফিরিয়ে আনতে। তৃণমূলের কাছে খভর আছে বিজেপিতে গিয়ে খুশিতে নেই বিপ্লববাবু। এখনও তিনি পদহীন। তাঁর অনুগামীরাও খুশি নন বিজেপির সিদ্ধান্তে। তাই প্রবীণ শঙ্কর চক্রবর্তীকে মুখ করে যদি বিপ্লব মিত্রকে ফিরিয়ে আনা যায়, তার চেষ্টা চলছে।
বিপ্লববাবুর অনুগামীরা কানাকানি করতে শুরু করেছেন, যদি তৃণমূলে সম্মানজনক পুনর্বাসন পান, তবে তিনি ফিরে যেতে পারেন। কিন্তু এখন প্রশ্ন, জেলার তিন হেভিওয়েটকে মেলাবার ভর কে নেবেন? এই পরিস্থিতিতে শুভেন্দুর ডাক পড়তে পারে বলে মনে করছে রাজনৈতিক মহল। তিনিই এখন মুশকিল আসানের ভূমিকা নেন কি না, সেটাই দেখার।
Really interesting information, I amm sure this post has touched all internet users, its really really pleasant piece of writing on building up new website.
Really interesting information, I amm sure this post has touched all internet users, its really really pleasant piece of writing on building up new website.
I like it whenever people come together and share thoughts.Great website, continue
the good work!
With thnks for sharing your superrb website!
I simply want to input that you have ? gkod wesite ?nd
I enjoy tthe design and also artcles ?n it!
I simply want to inpuyt that you have ? good website ?nd I enjoy the design andd also atcles ?n it!
Hello, acter reading this amazing article i am as well hapy to
share my familiarity here with mates!
Hello, I enjoy reading all of your article.
I like tto write a little comment to support you.
Fabulous, what a web site it is! This web site provides
useful data to us, keep it up.