শেখ মোতাহার হোসেন , বর্ধমান : বুধবার দুপুরে ভয়াবহ আগুনে পুড়ে যায় বর্ধমান শহরের তিনকোনিয় এলাকার একটি রঙের দোকান। সেই দোকান থেকে গোটা শরীরে আগুন নিয়ে রাস্তায় বেরিয়ে এলেন দোকানের মালিক। স্থানিয়রা দগ্ধ দোকান মালিক কে উদ্ধার করে তড়িঘড়ি বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেন।
এরপর হাত লাগান তাঁর দোকানের আগুন নেভাতে। ঘটনা স্থলে দমকলের একটি ইঞ্জিন এসে প্রায় আধঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। দমকল দফতরের কর্মীরা জানিয়েছেন, কিভাবে এই আগুন লাগল সে ব্যাপারে এখনও নিশ্চিত হওয়া যায়নি।
রঙের দোকান হওয়ায় প্রচুর দাহ্য সামগ্রী ছিল সেখান থেকে নাকি বিদ্যুতের শর্ট সার্কিট থেকে এই আগুন লেগেছিল কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে। ঘটনাটি ঘটেছে বর্ধমান শহরের তিনকোনিয় এলাকায়।
The fake part was received, the quality is good, it is made by real hair, it looks beautiful, the store delivers it quickly, and it is well received.
cannabis oil cdb oils cbd near me