বন্যা ভূমিধসে বিদ্ধস্ত অসম, কমপক্ষে ২০ জনের মৃত্যু বরাক উপত্যকায় !
BAHRS GLOBAL NEWS, 02 JUN 2020 নিজস্ব সংবাদদাতা, অসম : করোনা সংক্রমণের মধ্যে ভূমি ধসে অসমের বরাক উপত্যকায় কমপক্ষে ২০ জন মারা গিয়েছেন। বরাক উপত্যকার করিমগঞ্জে ভূমি ধসে মারা গিয়েছেন ৬ জন। কাছাড়ের মারা গিয়েছেন ৭ জন। হাইলাকান্দিতেও ভূমি ধসে মারা গিেয়ছেন সাতজন।
করোনা সংক্রমণের মধ্যে লাগাতার বর্ষণ শুরু হয়েছে অসমে। বিস্তীর্ণ এলাকায় বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। করোনার মধ্যে বন্যায় বিধ্বস্ত অসম। বিপর্যস্ত বাসিন্দারা। পরিস্থিতি সামাল দিতে হিমসিম খাচ্ছে জেলা প্রশাসন।