বঞ্চিত বাংলা ভাষা ,উপেক্ষিত রবীন্দ্রনাথ ,জাতীয় শিক্ষানীতিতে ধ্রুপদী ভাষার তালিকায় নেই বাংলা !
BAHRS GLOBAL NEWS, 08 AUG 2020 তীর্থঙ্কর মুখার্জি, কলকাতা : রবীন্দ্রনাথের মতো আন্তর্জাতিক মানের কবি বাংলা থেকেও বাংলাকে ধ্রুপদী ভাষার তালিকায় রাখায় হয়নি জাতীয় শিক্ষা নীতিতে। জাতীয় শিক্ষানীতির কনক্লেভে রবীন্দ্রনাথের কথা বলেও বাংলা ভাষাকে ধ্রুপদী ভাষার তালিকায় রাখা হয়নি। রবীন্দ্রনাথ ঠাকুর, প্রথম ভারতীয় লেখক এবং সাহিত্যিক আন্তর্জাতিক ক্ষেত্রে ভারতের নাম উজ্জ্বল করেছিলেন।
জাতীয় সঙ্গীতও তাঁরই রচনা। তারপরেও বাংলা ভাষাকে উপেক্ষা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এমনই অভিযোগ এনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি লিখেছেন কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী। নতুন শিক্ষানীতিতে সংস্কৃত ও হিন্দির পাশাপাশি ধ্রুপদী ভাষার তালিকায় স্থান পেয়েছে তামিল, তেলুগু, কন্নড়, মালয়ালম এবং ওড়িয়া। বাংলার জায়গা হয়নি।