বচ্চন পরিবারে করোনা পজেটিভ হল বচ্চন পরিবারের ঐশ্বর্য-আরাধ্যাও !
BAHRS GLOBAL NEWS, 12 JUL 2020
নিজস্ব সংবাদদাতা, মুম্বাই : অমিতাভ ও অভিষেক বচ্চনের কোভিড ১৯ রিপোর্ট পজিটিভ আসার পরই । ১০ বছরের আরাধ্যা ও বচ্চন পুত্রবধূর ঐশ্বর্যের করোনা পরীক্ষার রিপোর্ট ইনস্ট্যান্ট নেগেটিভ এলেও পরে তাঁদের শরীরে লালারসের নমুনা পরীক্ষা রিপোর্টে করোনা ভাইরাসের পজেটিভ আসে ৷
এদিন মহারাষ্ট্রের স্বাস্থ্যমন্ত্রী রাজেশ তোপে ঐশ্বর্য রাই বচ্চন ও আরাধ্যার করোনা পজিটিভ হওয়ার কথা ট্যুইট করে জানিয়েছেন ৷ পাশাপাশি একইসঙ্গে তিনি বচ্চন পরিবারের সব সদস্যদের দ্রুত সুস্থ হয়ে ওঠার কামনাও করেন ৷ বিএমসি অ্যাসিস্ট্যান্ট কমিশনার বিশ্বাস মোটে জানিয়েছেন, সোয়্যাব পরীক্ষায় আরাধ্যা ও ঐশ্বর্যর রিপোর্ট পজিটিভ এলেও বচ্চন পরিবারের বাকিদের রিপোর্ট নেগেটিভ ৷
Aishwarya Rai Bachchan and her daughter Aaradhya Bachchan test positive for #COVID19. Jaya Bachchan tests negative: Maharashtra Health Minister Rajesh Tope pic.twitter.com/lpLvLGufxk
— ANI (@ANI) July 12, 2020