ফের বিস্ফোরণ অসমে গ্যাসের কুয়োয়, আহত ৩ বিদেশি এক্সপার্ট !
BAHRS GLOBAL NEWS, 22 JUL 2020 অনির্বান গুহ, অসম : অসমের বাগজনের অয়েল ইন্ডিয়া লিমিটেডের গ্যাসের কুয়োতে বিস্ফোরণের ফলে নতুন করে সেখানে আগুন লাগে৷ যার জেরে ৩ বিদেশি অগ্নিনির্বাপণ বিশেষজ্ঞ আহত হয়েছেন৷ তাঁদের ডিব্রুগড়ের মেডিকেল কলেজ ও হাসপাতালে ভরতি করা হয়েছে৷
এই আগুন লাগার জেরে এখনও পর্যন্ত সংস্থার হাজার মেট্রিকটনের বেশি জ্বালানি তেল নষ্ট হয়েছে। গত ৫৬ দিন ধরে জ্বলতে থাকা এই কুয়ো পরিদর্শনে যান কেন্দ্রীয় মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান ও সর্বানন্দ সোনওয়াল। বাগজানে অয়েল ইন্ডিয়ার মোট ১৭টি তেল ও পাঁচটি গ্যাসের কুয়ো আছে। আগুনের জেরে এলাকা থেকেএখনও ১৭০০-র বেশি পরিবারকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে।
গত ৯ জুন অসমের তিনসুকিয়া জেলার বাগজনে অয়েল ইন্ডিয়া লিমিটেডের গ্যাসের কুয়োতে আগুন লাগে৷ প্রায় ৫০ মিটার এলাকায় ছড়িয়ে পড়ে আগুন। ঘটনাস্থানেই মৃত্যু হয় দুই জনের৷ সেই সময় বিশেষজ্ঞরা জানান, পরিস্থিতি পুরোপুরিভাবে নিয়ন্ত্রণে আসতে ২৫-২৮ দিন সময় লাগবে। সেই কাজই চলছিল৷ তার মধ্যে নতুন করে বিস্ফোরণে চিন্তিত অয়েল ইন্ডিয়া লিমিটেড কর্তৃপক্ষ৷ আগুন নিয়ন্ত্রণে আনতে সবরকম চেষ্টা চালানো হচ্ছে৷
গ্যাস লিক ও আগুন নিয়ন্ত্রণের জন্য আমেরিকা ও কানাডার থেকে বিশেষজ্ঞ দল আনা হয় দেশে। এখনও পর্যন্ত ওই খনির আগুন নেভানোর কোনও উপায় বের করতে পারেননি ওএনজিসি বিশেষজ্ঞরা৷ এর আগে সেই লিকেজ বন্ধ করার জন্য সিঙ্গাপুর থেকে বিশেষজ্ঞদের নিয়ে আসে অসম সরকার ও ওএনজিডি কর্তৃপক্ষ৷
I enjoy what you guys aree usually up too. This type
oof clever work andd reporting! Keep up the very gkod works guys I’ve added you guys to my own video.
Fabulous, what a web site it is! This web site provides useful data to us, keep it up.
Wow cuz this is great work! Congrats and
keep it up!
I enjoy what you guys aree usually up too. This type
oof clever work andd reporting! Keep up the very gkod works guys I’ve added you guys to my own video.
I enjoy reading through your website. Thanks!