BAHRS GLOBAL NEWS, 03 JUL 2020 অশোক শর্মা ,মুম্বাই : বৃহস্পতিবার মধ্যরাতে প্রয়াত হলেন তাবড় কোরিগ্রাফার সরোজ খান। জানা গিয়েছে, হৃদরগে আক্রান্তে হয়ে মুম্বইয়ের এক হাসপাতালে তাঁর জীবনাবসান হয়। বহুদিন ধরেই তিনি শারীরিক অস্বস্তিতে ভুগছিলেন। ভর্তি ছিলেন মুম্বইয়ের হাসপাতালে। এরপরই বৃহস্পতিবার রাত ১:৫২ মিনিট নাগাদ তিনি প্রয়াত হন।
উল্লেখ্য, বলিউডে শ্রীদেবী থেকে মাধুরী দীক্ষিতের সঙ্গে একাধিক সুপারহিট গানের দৃশ্যে কোরিওগ্রাফি করেন সরোজ খান। এরমধ্যে ‘দেবদাস ‘ ছবির ‘ডোলারে ডোলা’, ‘তেজাব’ ছবির ‘এক দো তিন’ এর মতো জনপ্রিয় গানে নাচের ছন্দে তাঁর কোরিওগ্রাফি আজও বলিউডে অন্যতম আলোচনার বিষয়।
মৃত্যুকালে এই জনপ্রিয় কোরিওগ্রাফারের বয়স হয়েছিল ৭১ বছর। উল্লেখ্য, গত ২০ জুন থেকে তিনি মুম্বইয়ের বান্দ্রার গুরু নানক হাসপাতালে ভর্তি ছিলেন সরোজ খান।
aralen dosage scler can you buy aralen over the counter how long aralen after positive ana if i stop taking aralen and started back after months how long will it take to get rid of pain
aralen dosage scler can you buy aralen over the counter how long aralen after positive ana if i stop taking aralen and started back after months how long will it take to get rid of pain