দিব্যেন্দু বসাক,পুনে : বৃহস্পতিবার দুপুর পৌনে তিন’টে নাগাদ সেরাম ইন্সটিটিউটের ১ নম্বর টার্মিনালের গেট থেকে কুণ্ডলী পাকানো আগুনের ধোঁয়া উঠতে শুরু করে আচমকাই। যেহেতু সেরাম ইন্সটিটিউটেই তৈরি হচ্ছে করোনার টিকা কোভিশিল্ড ভ্যাকসিনটি। ফলে গোটা দেশে উদ্বেগ ছড়িয়ে পড়েছে।
সূত্রের খবর, এ দিন দুপুরে আগুন লাগে সেরাম ইন্সটিটিউটেই মঞ্জরি অঞ্চলের একটি নির্মীয়মাণ বহুতলে। ঠিক তার পাশেই রয়েছে কোভিশিল্ড তৈরির প্ল্যান্ট।মহারাষ্ট্রের খাদ্য ও ঔষধমন্ত্রী রাজেন্দ্র সিং জানিয়েছেন, আগুন লেগেছিল।
কিন্তু কোভিড ভ্যাকসিনের প্ল্যান্টে কোনও আগুন লাগেনি। শেষ পাওয়া খবরে ঘটনাস্থলে দমকলের ১৪টি ইঞ্জিন কাজ করে ঘণ্টাখানেক। তারপরে আগুন ধীরে ধীরে নিয়ন্ত্রণে আসে। পুনের পুলিশ কমিশনার অমিতাভ গুপ্ত জানিয়েছেন, ইতিমধ্যেই অগ্নিদগ্ধ হয়ে পাঁচজনের মৃত্যু হয়েছে। তবে মৃতদেহ এখনও শনাক্ত করা যায়নি।