পুজো দিলেন পুরোহিতেরা ! বছরে একবার খোলে দরজা, জানুন জাগ্রত এই নাগচন্দ্রেশ্বর মন্দিরে কথা
BAHRS GLOBAL NEWS, 25 JUL 2020
নিজস্ব সংবাদদাতা ,মধ্যা প্রদেশ : করোনা সংক্রামণ রোধে দেশ ও দেশের সমস্ত রাজ্যে বন্ধ রয়েছে সব রকম ধর্মীয় অনুষ্ঠান। আজ মধ্যপ্রদেশে ‘নাগ পঞ্চমী’ উপলক্ষে পুরোহিতরা নাগচন্দ্রেশ্বর মন্দিরে পুজো দেন। কিন্তু সেখানে ভক্তের সাগোম ছিলোনা। পুরোহিত বলেছেন, “এই মন্দিরের দরজা বছরে একবার খোলা হয়। এই বছর কোভিড-১৯-এর কারণে ভক্তরা ২৪ ঘন্টা অনলাইন দর্শন করতে পারবেন।”
মধ্যপ্রদেশের মহাকাল মন্দিরে শিবের আরাধনার সঙ্গে সঙ্গে শুরু হয়েছে এই পুজো। তবে এদেশে এমন একটি মন্দির রয়েছে যেখানে নাগপঞ্চমী উপলক্ষ্যে বিশেষ পুজো আয়োজিত হয়। বছরে কেবল এই একটি দিনেই খোলে মন্দিরের দরজা।
শিব-পার্বতী-গণেশের মাথায় ছাতার মতো বারিজ করছেন নাগরাজ
উজ্জয়িনীর নাগ চন্দ্রেশ্বর মন্দির ঘিরে রয়েছে একাধিক কাহিনি। শ্রাবণ মাসের শুক্লপক্ষ তিথিতে এখানে গোটা দেশের মতোই ধুমধাম সহকারে আয়োজিত হয় নাগপঞ্চমীর অনুষ্ঠান। আর এমন দিনেই কেবলমাত্র নাগচন্দ্রেশ্বর মন্দিরের দরজা খোলে। আর বাকি দিন বন্ধ থাকে এই মন্দির।
উজ্জয়িনীর নাগ চন্দ্রেশ্বর মন্দির
মনে করা হয় নাগপঞ্চমী তিথিতেই কেবলমাত্র এই মন্দিরের ভিতর প্রকট হন নাগরাজ তক্ষক। আর সেদনিই তিনি ভক্তদের আশীর্বাদ দেন। ফলে নাগ পঞ্চমীর দিনই খোলা হয় মন্দিরের কপাট। আর মন্দিরের মূল মূর্তিতে দেখা য়ায় ,শিব-পার্বতী-গণেশের মাথায় ছাতার মতো বারিজ করছেন নাগরাজ।
Madhya Pradesh: Priests offer prayers at Nagchandreshwar Temple on the occasion of 'Naag Panchami'. The priest says, "The doors of this temple are opened once in a year. This year due to #COVID19, devotees can do online darshan for 24 hours." pic.twitter.com/36qmWn9hri
— ANI (@ANI) July 25, 2020
well post