পুজোর আগেই বাংলার মুখ্যমন্ত্রীকে ইলিশ উপহার! বাংলায় ঢুকলো ১২ টন ইলিশ !
তীর্থঙ্কর মুখার্জি, কলকাতা : করোনা আবহে এবারের মধ্যেই ,দুর্গাপুজোর শুভেচ্ছা স্বরূপ ভারতে ১৪৫০ টন ইলিশ রপ্তানি করবে বাংলাদেশ। আগেই জানিয়েছিল বাংলাদেশের বাণিজ্য মন্ত্রক। বাণিজ্য মন্ত্রক সূত্রের জানাগিয়েছে, বাংলাদেশের রপ্তানিকারকদের আবেদনের পরিপ্রেক্ষিতে এই অনুমতি দেওয়া হয়েছে।
কথাও রাখল বাংলাদেশ সরকার৷ সোমবার সন্ধ্যায় দুটি ট্রাকে ১২ টন ইলিশ ঢুকল এপার বাংলায় পেট্রাপোল স্থল বন্দরে প্রবেশ করেছে৷ রান্নাঘর থেকে ভেসে আসবে পদ্মার ইলিশের মন মাতানো সুগন্ধ।
পশ্চিমবঙ্গে পদ্মার ইলিশ রফতানি করার ওপর থেকে সাময়িক ভাবে নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নিয়েছেন বাংলাদেশের মুখ্যমন্ত্রী শেখ হাসিনা। দাম যাই হোকনা কেন কিনতে ছাড়ব নে কেউ ৷ পুজোর মরশুমে পোশাক কম কিনে পেট পুজোতে ইলিশ চাই চাই৷