পুকুরে জাল ফেলা নিয়ে সংঘর্ষের জেরে হাঁসুয়ার কোপে খুন ২ ব্যাক্তি, গুরুতর জখম ১ !
বিশ্বজিৎ মন্ডল, মালদা : মধ্য রাতে পুকুরে জাল ফেলা নিয়ে সংঘর্ষের জেরে হাঁসুয়ার কোপে প্রান হারাল ২ দুধ ব্যাবসায়ী। ঘটনাটি ঘটেছে বুধবার মালদার ইংরেজবাজার থানার পার্বত্যা গ্রামে। এদিনের ঘটনায় প্রাণ হাড়ান ৩০ বছর বয়েসী অর্জুন ঘোষ ও ৩২ বছর বয়েসী ফুলচাঁদ ঘোষ এছাড়াও আহত হয়ে চিকিৎসাধীন ভীম ঘোষ।
খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছে যায় ইংরেজবাজার থানার বিশাল পুলিশ বাহিনী। দেহ দুটি উদ্ধার করে মালদা জেলা হাসপাতালে পাঠিয়ে দেয়। মূল অভিযুক্তরা পালিয়ে গেলেও ঘটনার সাথে জরিত বেশ কয়েকজনকে আটক করেছে পুলিশ।
স্থানীয় বাসিন্দারা জানান ,ঘটনার সূত্রপাত পুকুরে জাল ফেলা নিয়ে। এই ঘটনায় রাজেশ ও মদন নামে দুই ব্যক্তি এবং তাঁদের দলবলের বিরুদ্ধে অর্জুন ও ফুলচাঁদকে ধারালো অস্ত্র দিয়ে কোপানোর অভিযোগ উঠেছে। গ্রামে মোতায়েন রয়েছে বিশাল পুলিশ বাহিনী।