তীর্থঙ্কর মুখার্জি,কলকাতা : বৃহস্পতিবার দুপুর ১টা নাগাদ পার্কস্ট্রিটে বহুতলের ৮ তলায় আগুন লাগার ঘটনায় এলকায় চাঞ্চল্য ছড়াল। সেখান থেকে আগুন দ্রুত গতিতে ছড়িয়ে পড়ে। দ্রুত গতিতে আগুন নেভানোর কাজ চালাচ্ছেন দলকম কর্মীরা। ঘটনা স্থলে রয়েছেন মন্ত্রী সুজিত বসু। তিনি জানান, এখনও আগুন লাগার কারণ জানা যায়নি। তবে কোনও হতাহতের খবর নেই।
আগুন নেভানোর কাজে হাইড্রোলিক ল্যাডার ব্যবহার করে আগুন নেভানোর কাজ চালাচ্ছেন দলকম কর্মীরা। ঘটনাস্থলে দমকলের ১০টি ইঞ্জিন কাজ করছে আগুন নেভানোর কাজ। বহুতলের পাশেই রয়েছে অনেক বাড়ি। ফলে আগুন যাতে ছড়িয়ে না পড়ে সেই দিকটিও নজর রাখছে দমকল কর্মীরা। বহুতলের দু-একটা অফিস খোলা থাকলেও খুব কম সংখ্যক লোক নিয়ে কাজ চলছিল। আগুন লাগার সঙ্গে সঙ্গে তাঁদের বহুতল থেকে বের করে আনা হয়।