সুষ্মিতা বাড়ুই, হুগলি : অনুষ্ঠান বাড়িতে যাবার পথে হুগলির নাটাগড়ের কাছে দুর্ঘটনার কবলে অদ্রিজা-সহ তার পরিবারের বেশ কয়েকজন। আহত হয়েছেন অদ্রিজা-সহ তার পরিবারের বেশ কয়েকজন। শিশুশিল্পী অদ্রিজা মুখোপাধ্যায়কে মহাপীঠ, তারাপীঠ, বালিকা বধূ-সহ বেশ কয়েকটি জনপ্রিয় ধারাবাহিকে অভিনয় করতে দেখা যায়।
বৃহস্পতিবার সকালে কলকাতা থেকে কালনায় যাওয়ার পথে আচমকাই নিয়ন্ত্রণ হারায়ে অদ্রিজাদের গাড়িটি রাস্তার পাশের জলা জমিতে নেমে যায়। স্থানীয়দের তৎপরতায় অদ্রিজাদের উদ্ধার করে কালনা সুপারস্পেশালিটি হাসপাতালে নিয়ে যান। আপাতত সেখানেই চিকিৎসা চলছে অদ্রিজা মুখোপাধ্যায় সহ গাড়িতে থাকা পরিবারের সকলের।