নাকা চেকিং চালিয়ে চোরাই মোটরবাইক সহ আটক ২ ! পাচার চক্রের মুল পান্ডার হদিশে তদন্তে পুলিশ
এমডি রেমাজুল, শিলিগুড়ি : শুক্রবার গভীর রাত ঘোষপুকুর মোড়ে নাকা তল্লাশির সময় সন্দেহভাজন ২ বাইক চালককে আটক করে ঘোষপুকুর ফাঁড়ির পুলিশ। মোটরবাইকের বৈধ কোনও কাগজ না থাকায় দুজকেই পুলিশ আটক করে থানায় নিয়ে যায়। ঘোষপুকুর ফাঁড়ির ওসি অভিজিৎ বিশ্বাস শুক্রবার গভীর রাত ঘোষপুকুর মোড়ে নাকা তল্লাশি শুরু করেন।
তিনি জানান, ধৃতদের জিজ্ঞাসাবাদের পর দুই যুবক বাইক চুরির কথা স্বীকার করে। শনিবার অভিযুক্তদের গ্রেপ্তার করে শিলিগুড়ি মহকুমা আদালতে পেশ করা হয়। ধৃত দুই ব্যাক্তি হল ফাঁসিদেওয়া ব্লকের জয়ন্তিকা চা বাগানের খাললাইনের বাসিন্দা ২০ বছর বয়েসী প্রনীত পান্না এবং ২২ বছর বয়েসী অভিষেক খালখো।
এদিন ডিএসপি অচিন্ত্য গুপ্ত জানিয়েছেন, ধৃতদের হেপাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করে জানা গিয়েছে ধৃতরা আরও ৩টি মোটরবাইক চুরি করেছে। এরমধ্যে ১টি মোটরবাইক গ্রামীণ এলাকার। কোথা বাইক চুরি গিয়েছিল তানিয়ে তদন্ত হচ্ছে। বিচারক ধৃত প্রনীত পান্নাকে আগামী ৫ দিনের পুলিশি হেপাজতের নির্দেশ দিয়েছেন। বাইক চুরির চক্রে আর কেউ জড়িত কিনা তদন্তে শুরু করেছে পুলিশ।
systemthe albendazole (albenza)ivermectin (stromectol)mebendazole interfeisi
ivermectin for humans over the counter hydroxychloroquine for arthritis – ivermectin [url=http://hydroxychloroquine-200.com/#]hydroxychloroquine 200mg[/url] miyavi
ivermectin dose for scabies in humans
systemthe albendazole (albenza)ivermectin (stromectol)mebendazole interfeisi
ivermectin for humans over the counter hydroxychloroquine for arthritis – ivermectin [url=http://hydroxychloroquine-200.com/#]hydroxychloroquine 200mg[/url] miyavi
ivermectin dose for scabies in humans