নতুন করে ৩ ব্যক্তির ওপর করোনার থাবা, উত্তর দিনাজপুর জেলায় রায়গঞ্জ সহ এই দুই জায়গায় !
BAHRS GLOBAL NEWS, 17 MAY 2020 শান্তি রঞ্জন দাস ,রায়গঞ্জ : এবার রায়গঞ্জ সহ কালিয়াগঞ্জ ও করণদিঘি-তে ৩ জন ব্যক্তির নতুন করে কোভিড-১৯ এ আক্রান্তের খবর সামনে এল । এর মধ্যে জানা গিয়েছে করনদীঘি ব্লকের করোনা আক্রান্ত ব্যাক্তি হলেন ধনলাল যাদভ (৩৯)। এই তিন জনের করোনা রিপোর্ট পজেটিভ আসতেই নতুন করে চাঞ্চল্য ছড়ায় উত্তর দিনাজপুর জেলায়। যদিও প্রশাসন সুত্রে কনোও মন্তব্য করেনি।
উত্তর দিনাজপুর জেলায় এর আগে ৬ জনের দেহে করোনা আক্রান্ত হয়েছেন। এবারে আরো ৩ জনের দেহে করোনার হদিস মিলল । জেলায় আক্রান্তের সংখ্যা ৯ এ পৌঁছল ।
অপর দিকে শনিবার মালদা মেডিকেল কলেজের ভাইরোলজি ল্যাবে এদিন ৬৭৯ জনের সোয়াব টেস্ট হয়েছে। তার মধ্যে ৬৭৩ জনের রিপোর্ট নেগেটিভ এসেছে। তবে নতুন করে ৩ জনের করোনা আক্রান্তের খবর সরকারি ভাবে জানানো হয়নি ।