অমিত শর্মা, নয়া দিল্লি : চিনে নতুন করে আরও ১০৩ জনের শরীরে এ ভাইরাসে আক্রান্ত হয়েছে। এর আগে গত ৩০ জুলাই সর্বোচ্চ ১২৭ জনের শরীরে ভাইরাসটি শনাক্ত হয়। রয়টার্স জানিয়েছে, নতুন করে সংক্রমণ শুরুর পর সোমবার উত্তর-পূর্ব হিলংজিয়াং প্রদেশের একটি কাউন্টিতে লকডাউন কার্যকর হয়েছে। চিনের রাষ্ট্রীয় টেলিভিশনেও এ খবর নিশ্চিত করা হয়েছে।
জাতীয় স্বাস্থ্য কমিশন এক বিবৃতিতে জানিয়েছে, রবিবার স্থানীয়ভাবে সংক্রমিত ৮৫ জনের মধ্যে হেবেই প্রদেশেরই অন্তর্গত ৮২ জন। লিয়াওনিং প্রদেশে ২ জন এবং রাজধানী বেইজিং-এ ১জনের শরীরে এই ভাইরাস দেখা দিয়েছে। এর বাইরে শনাক্ত হওয়া আরও ১৮ জন সম্প্রতি বিদেশ থেকে এসেছিলেন। ২০১৯ সালের ডিসেম্বরে চিনের হুবেই প্রদেশের রাজধানী ইউহান থেকে ছড়িয়ে পড়ে ছিল মারন করোনাভাইরাস।