অনুশিবা সেন, জলপাইগুড়ি : দলের উপরতলায় নেতারা কোনও যোগযোগ রাখেনি ক্ষোভে দল ছেড়ে তৃণমূলে যোগদান করল কয়েকশো বিজেপি কর্মী। এদিন দলিয় অফিসে যোগদান কর্মসূচী পালিত হয়। মঙ্গলবার জলপাইগুড়ি জেলার ধূপগুড়িতে বিজেপির বুথ সভাপতি-সহ শতাধিক কর্মী বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদেন।
এদিন তাঁদের হাতে তৃণমূলের দলীয় পতাকা যোগদানকারিদের হাতে তুলে দেন ধুপগুরি পৌরসভার উপ পৌরপতি গুড্ডু সিং। ভুল বুঝে বিজেপিতে যোগ দিয়েছিলেন এই নেতা-কর্মীরা। শেষ পর্যন্ত পুরনো দলে ফিরে এসেছেন বলে জানান উপ পৌরপতি।
http://buypriligyhop.com/ – Priligy
Illittydyday http://alevitrasp.com UnsussyPenty