লক্ষী শর্মা, দক্ষিণ দিনাজপুর : দুয়ারে সরকার প্রকল্পের বিরাট সাফল্যের পর, পাড়ায় সমাধান কর্মসূচির ডাক দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যের প্রত্যেকটি পাড়ার অলিতে-গলিতে মানুষকে সরকারি সুযোগ সুবিধা পৌঁছে দিতেই এই নয়া উদ্যোগ।
রাজ্য সরকারের একাধিক জনমুখি প্রকল্পের সুবিধা প্রদানের পরেও বিধানসভা ভোটের আগে রাজ্যের সাধারণ মানুষের আরো কাছে পৌঁছে গিয়ে সরকারি সুযোগ সুবিধা পাইয়ে দিতেই “পাড়ায় সমাধান” কর্মসূচি। সারা রাজ্যের পাশাপাশি ২রা জানুয়ারি থেকে দক্ষিণ দিনাজপুর জেলাতে ও শুরু হয়েছে রাজ্য সরকারের “পাড়ায় সমাধান” কর্মসূচি।
সোমবার দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুরে তৃণমূলের দলীয় কার্যালয়ে জেলা তৃণমূলের মুখপাত্র জয়ন্ত দাস সাংবাদিক বৈঠকের মাধ্যমে জনদরদি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন প্রকল্পের কথা তুলে ধরেন।
I pay a quick visit day-to-day a few websites and information sites
to read content, except this website provides quality
based articles.