বিকাশ সিং, কলকাতা : দ্বিতীয় দফার ভোটগ্রহণের আগে মঙ্গলবার নির্বাচন কমিশনের নির্দেশে সরিয়ে দেওয়া হল মহিষাদলের সিআই ও হলদিয়ার এসডিপিও-কে। পাশাপাশি বদলি করা হল বালিগঞ্জ বিধানসভা কেন্দ্রের রিটার্নিং অফিসারকেও। উল্লেখ্য গত ১০ বছর ধরে বালিগঞ্জ বিধানসভা কেন্দ্রের রিটার্নিং অফিসারের দায়িত্বে থাকা অরিন্দম মানিকে নির্বাচন সংক্রান্ত কোনও দায়িত্ব দেওয়া হবে না বলে জানিয়ে দেওয়া হয়।
ওই পদের জন্য ৩ অফিসারের নাম পাঠাতে রাজ্যের মুখ্য নির্বাচন আধিকারিকে নির্দেশ দিয়েছে কমিশন। নির্বাচন কমিশনের তরফে এক নির্দেশিকা জারি করে ওই তিন অফিসার কে সরানোর কথা জানিয়ে দেয়। মহিষাদলের সিআই ছিলেন বিচিত্র বিকাশ রায়।
তাঁর জায়গায় নিয়োগ করা হচ্ছে জলপাইগুড়ি সার্কিট বেঞ্চের সিআই শীর্ষেন্দু দাসকে। এছাড়াও হলদিয়ার এসডিপিও ছিলেন বরুণ বৈদ্য। তাঁর জায়গায় আনা হচ্ছে উত্তম মিত্রকে। এইদিকে আগামিকাল রাজ্যের সবথেকে হাই ভোল্টেজ বিধানসভা নন্দীগ্রামকে ঘিরে দ্বিতীয় দফার ভোটগ্রহণের আগে উত্তপ্ত পূর্ব মেদিনীপুর।