তৈরি হবে ত্রিভূজাকৃতি নতুন সংসদ ভবন! ৮৬১.৯০ কোটি টাকার ভবন বানানোর বরাত পেল টাটা গোষ্টি
অমিত শর্মা , নয়া দিল্লি : বুধবার নতুন সংসদ ভবন তৈরির বরাত পেল টাটা গোষ্ঠী । বরাত পাওয়ার দৌড়ে ছিল মোট সাত প্রোতিযোগী। লার্সেন অ্যান্ড টুব্রো,সাপুরজি-পালনজির মতো নামী সংস্থাদের হারিয়ে শেষ হাসি হাসল টাটা প্রজেক্টস। বৃত্তাকার ভবনের পাশেই গড়ে উঠবে ত্রিভূজাকৃতি নতুন ভবনটি।
এই ভবনে একসঙ্গে ৯০০ থেকে ১২০০ জন সাংসদ বসতে পারবেন। ২১ মাসের মধ্যে নতুন সংসদ ভবন তৈরির কাজ শেষ হওয়ার কথা। ৮৬১. ৯০ কোটি টাকার সর্বনিম্ন দরপত্র দিয়ে এই বরাত জিতে নিয়েছে টাটা প্রোজেক্টস। ১৯১১ সালে কলকাতা থেকে দিল্লিতে স্থানাস্তরিত হয়েছে ব্রিটিশ ভারতের রাজধানী। নতুন রাজধানীতে চাই নতুন সংসদ ভবন। ডাক পড়ে ব্রিটিশ স্থপতি এডউইন লুটেনস এবং হার্বাট বেকারের।
তারপর ১৯২৭ সালে তৈরি হয় ‘হাউজ অফ পার্লামেন্ট’৷ যা স্বাধীনতার পর থেকেই ভারতের সংসদ ভবন হিসেবে কাজ করে আসছে। দেশের বৃত্তাকার এই ভবনের বয়স হল ৯৩ বছর। আগামী দিনের কথা চিন্তা করেই বৃত্তাকার ভবনের পাশে ১১৮ নম্বর পার্লামেন্ট হাউস এস্টেটে তৈরি হবে ত্রিভূজাকৃতি ভবনটি।