অমিত শর্মা, নয়া দিল্লি : নতুন সংস্কারের পথে নেমেছে ভারতীয় রেল। এবার এক নতুন ও অভিনব ব্যবস্থা করল রেল। লখনউ রেলওয়ের তরফে এবার লোয়ার বার্থের সঙ্গে জুড়ে দিল শিশুদের জন্য ছোট বার্থ। মা যাতে শিশু সন্তানকে সঙ্গে নিয়ে নিশ্চিন্তে ঘুমতে পারেন সেই কথা মাথায় রেখে এই বিশেষ ব্যবস্থা লখনউ রেলওয়ের।
তবে আপাতত পরিক্ষা মুলক ভাবে একটি মাত্র ট্রেনের একটি বগিতেই এই বার্থ প্রতিস্থাপন করা হয়েছে। উল্লেখ্য, এতদিন সাধারণ যাত্রী ও শিশুদের জন্য আলাদা বার্থের ব্যবস্থা ছিল না।
ফলে বাচ্চা যদি আলাদা বার্থে শোয়ার মতো বড় না হয় , তাহলে একই সিটে মা তার বাচ্চাকে নিয়ে কষ্ট করে শুতে হত। গত রবিবার থেকে এই ব্যবস্থা চালু করেছে রেল। আপাতত এস টু ও থ্রি টায়ারে এই ব্যবস্থা চালু হচ্ছে।