তাসের ঘরের মতো ভেঙে পড়ল তিনতলা বাড়ি, ধ্বংসস্তূপে আটকে বহু মানুষ ! মৃত ৮
বিষ্ণু হালদার, মুম্বাই : সোমবার ভোররাতে মুম্বাইয়ের হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি। স্থানীয়দের আশঙ্কা ধ্বংসস্তূপের নিচে এখনও ৩৫ থেকে ৪০ জন আটকে রয়েছে। স্থানীয় মানুষেরা উদ্ধার কাজে হাত লাগায়। স্থানীয় বাসিন্দারাই এখনও পর্যন্ত ২০ জনকে সুরক্ষিত অবস্থায় উদ্ধার করা হয়েছে৷ ইতি মধ্যে ঘটনাস্থলে পৌঁছে গিয়েছে পুলিশ ও NDFR -এর টিম৷
স্থানীয় মানুষদের কথা অনুযায়ী বিল্ডিংটি বিপজ্জনক বলে আগেই ঘোষণা করা হয়েছিল। নোটিস পাওয়ার পর বেশ কিছু মানুষ বিল্ডিং ছেড়ে চলে গেলেও কিন্তু কিছু পরিবার বিপজ্জনক জানার পরেও ওই বিল্ডিংয়ে বসবাস করছিল ৷ ওই ঘটনায় ৮ জনের মৃত্যু হয়েছে এবং আটকে থাকা বাকি ২৫ জনের জন্য চলছে উদ্ধারকাজ ৷