ট্রাম্পের দাবি চিনা ল্যাবেই করোনা ভাইরাসের উৎপত্তি ! প্রমাণ আছে তাঁর কাছে
BAHRS GLOBAL NEWS, 01 MAY 2020 নিজস্ব সংবাদদাতা, নয়াদিল্লি : হোয়াইট হাউজের সাংবাদিক বৈঠকে করোনা ভাইরাস নিয়ে বিস্ফোরক অভিযোগ আনলেন ট্রাম্প। করোনা ভাইরাস নিয়ে চিনা সংযোগের বিষয়ে আত্মবিশ্বাসী ট্রাম্প জানিয়ে দিলেন, ভাইরাস চিনের ভাইরোলজি ল্যাবেই তৈরি হয়েছে এ ব্যাপারে তিনি নিশ্চিত। সাংবাদিক থেকে তাঁকে প্রমাণের কথা জানতে চাইলে, ট্রাম্প জানান উচ্চ পর্যায়ের প্রমাণ তাঁর হাতে রয়েছে।
এরপর সাংবাদিকরা প্রমাণ দেখতে চাইলে ট্রাম্প জানান, এখনো সেটা বলা সম্ভব না, কারণ সেই প্রমাণ সাধারন মানুষের সঙ্গে ভাগ করা নেওয়ার অনুমতি নেই তাঁর। উল্লেখ্য চিনের ইউহান প্রদেশের ভাইরোলজি ল্যাব নিয়ে আমেরিকা প্রথম থেকেই একটা সন্দেহ করে আসছে। ডোনাল্ড ট্রাম্পের বরাবর মনে হয়েছে, এই ভাইরোলজি ল্যাব থেকেই করোনা ভাইরাস ছড়িয়েছে চিনের কোন বাজার থেকে নয়। চিন আবার জানিয়েছে, বাজারই করোনা ভাইরাসের উৎস।
সেখানেই কনো জন্তুর শরীর থেকে মানুষের শরীরে এসেছে। আর এই নিয়েই আমেরিকা ও চিনের মধ্যে এক তীব্র মতোবিরোধের জায়গা তৈরি হয়েছে। বৃহস্পতিবার ট্রাম্প সাংবাদিক বৈঠকে বলেন , আমেরিকা এই উৎস খুঁজে বের করবেই। আর খুব বেশিদিন নয়, সাধারণ মানুষ সত্যিটি জানতে পারবেন।