অনুশিবা সেন, জলপাইগুড়ি : জয়ন্তী ভিলেজে ফের হাতির উপদ্রব। শুক্রবার রাতে উত্তর ধূপঝোরার একটি বাড়িতে ঢুকে পরে একটি হাতির দল। ওই সময় ঘুমিয়েছিল পরিবারে সকলেই। অল্পের জন্য প্রাণে বেঁচে জান পরিবার লোকজন।
ওই পরিবারের জিতেন রায় জানান, পাশের পানঝোরা জঙ্গল থেকে রাতে একটি দাতাল এসে তাঁর বাড়িতে ভাঙচুর চালায়। সেই মুহুর্তে আমরা সকলেই ঘুমিয়ে ছিলাম।
এরপর কনোরকমে পালিয়ে পরিবারের সকলে প্রাণে বাঁচি। হাতির হানায় ক্ষতিগ্রস্ত হয় ঘর ও ঘরের ভেতরের আসবাবপত্র। এরপর গ্রামের বাসিন্দারা টের পেয়ে পটকা ফাঠিয়ে,টিন বাজিয়ে হাতিটিকে জঙ্গলে ফেরত পাঠায়।