প্রশান্ত সাহা, কোচবিহার : কোচবিহার শহরজুড়ে আতঙ্ক ছড়ানো চিতাবাঘ অবশেষে ঘুমপাড়ানি গুলিতে কাবু। খাঁচা বন্দি খাবেরের সন্ধানে বাড় বাড় শহরমুখী হচ্ছে বণ্যপ্রাণী কখনো বাঘ কখনো হাতি।
জলপাইগুড়ির পর বৃহসপতিবার সকালে কোচবিহার শহরের ৩ নম্বর ওয়ার্ডে একটি বাড়ির সামনে এলকার মানুষ একটি চিতাবাঘ দেখতে পায়। এরপরেই শহরজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। চিতাবাঘ দেখতে রাস্তায় ভিড় জমে যায় এলকাবাসী । এলকাবাসীর তাড়া খেয়ে একটি বাড়ির বাথরুমে ঢুকে পরে ওই চিতাবাঘটি।
এরপরেই প্রশাসনের তরফে ১৪৪ ধারা জারির বিষয়ে মাইকিং শুরু করে। চিতাবাঘটি আটক করার প্রক্রিয়া শুরু হলেও এখনও পর্যন্ত তাকে ধরা সম্ভব হয়নি। বাঘটিকে ধরতে বন দপ্তরের কর্মী ও কতোয়ালি থানার পুলিশের একটি বিরাট টিম ঘটনাস্থলে উপস্তিত হয়।
এরপরেই প্রশাসনের তরফে জানানো হয়েছে চিতাবাঘটি আটক করা হয়েছে। বনদফতরের কর্মীরা ঘুমপাড়ানি গুলিতে চিতাবাঘটিকে আটক করা হয়েছে।