পিঙ্কি শর্মা, নয়াদিল্লি : জম্মু ও কাশ্মীরের অনন্তনাগে নিরাপত্তা বাহিনীর সঙ্গে তীব্র গুলিরল লড়াইয়ে প্রাণ হারাল এক জঙ্গি। মৃত জঙ্গির পরিচয় এখনো জানাযায়নি। আধিকারিক সূত্রের খবর, গোপন সূত্রে খবর পেয়ে সোমবার ভরে অনন্তনাগের খাগুন্দ ভেরিনাগ এলকা ঘিরে ফেলে বাহিনী। জঙ্গিদের খোঁজে চিরুনি তল্লাশি চালাচ্ছিলো।
#AnantnagEncounterUpdate: 01 unidentified #terrorist killed. One policeman injured.#Operation in progress. Further details shall follow. @JmuKmrPolice https://t.co/L5Cg10ISFw
— Kashmir Zone Police (@KashmirPolice) October 10, 2021
সেই সময় বাহিনীকে লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি চালাতে শুরু করে জঙ্গিরা। পাল্টা জবাব দেন জওয়ানরাও। শুরু হয় তীব্র গুলির লড়াই। এই গুলির লড়াইয়ে মৃত্যু হয় ১ জঙ্গির। যখন হয় এক পুলিশ কর্মীও।