BAHRS GLOBAL NEWS, 22 MAR 2020 নিজস্ব সংবাদদাতা, ছত্তিশগড় : শনিবার রাতে ছত্তিশগড়ে বস্তার এলাকায় সুকমার জঙ্গলে ভয়ংকর হামলা চালালো মাওবাদীরা। সেই মাও হামলায় প্রাণ হারায় ১৭ জন নিরাপত্তারক্ষী। ছত্তিশগড় পুলিশের ডিরেক্টর জেনারেল দুর্গেশ মাধব অবস্থি জানিয়েছেন, ‘স্পেশাল টাস্ক ফোর্স ও ডিস্ট্রিক রিজার্ভ গার্ডের ১৭জন নিরাপত্তা রক্ষীর দেহ উদ্ধার করা হয়েছে।’
তিনি আরো জানিয়েছেন, মাওবাদীদের হামলায় আরো ১৫ জন নিরাপত্তা রিক্ষী জখম হয়েছেন। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। হামলার পর ১৬ টি অস্ত্র লুঠ করে পালায় মাওবাদীরা। খারাপ আবহাওয়ার জন্য ঘটনা স্থলে পৌঁছতে দেরি হয় বাহিনীর। উল্লেখ্য গত দু’বছরে এটাই সবচাইতে হামলা।