অনুশিবা সেন, জলপাইগুড়ি : মঙ্গলবার ময়নাগুড়ি ব্লকের পানবাড়ির গোয়েল চা বাগান থেকে উদ্ধার হয় একটি পূর্ণবয়স্ক স্ত্রী চিতাবাঘের দেহ। চিতাবাঘের দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়ায় এলকায়।
কি কারণে চিতাবাঘটির মৃত্যু হয়েছে গরুমারা বন্যপ্রাণী বিভাগের এডিএফও জন্মেঞ্জয় পাল জানিয়েছেন। তিনি বলেন, এদিন স্থানীয়রাই প্রথমে চিতাবাঘের দেহটি এলাকায় পড়ে থাকতে দেখেন।
খবর পেয়ে রামশাই মোবাইল স্কোয়াডের বনকর্মীরা সেখানে পৌঁছে চিতাবাঘের দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য লাটাগুড়ির ইকো ট্যুরিজম রেঞ্জে পাঠানো হয়েছে।