চলতি বছরের তৃতীয় চন্দ্রগ্রহণ, শাস্ত্র মতে কী করা উচিত আর কী উচিত নয় জেনে নিন !
BAHRS GLOBAL NEWS, 05 JUL 2020 পিয়ালী সিনহা, কলকাতা : চলতি বছরের এটা তৃতীয় পূর্ণছায়া চন্দ্রগ্রহণ হবে। এই বিরল দৃশ্যের মুখোমুখি হতে চলেছে বিশ্ব। রবিবার চন্দ্রগ্রহণ শুরু হবে সকাল ৮ টা ৩৮ মিনিট থেকে। চলবে ১১ টা ২১ পর্যন্ত।
এই চন্দ্রগ্রহণে সময় কী কী করে পুণ্য অর্জন করবেন জেনে নিন
১) শাস্ত্র মতে, এই দিন অসহায় দরিদ্র মানুষকে দানধ্যান করলে পূণ্য অর্জন হয় ।
২) শাস্ত্র মতে এদিন ,গবাদি পশু বা পাখিকেও এই দিন খাওয়ানো খুবি শুভ।
৩) সূর্যাস্তের আগে তুলসি পাতা বাড়িতে খাওয়া ও পানীয়ের উপর ছড়ালে খাবার শুদ্ধ থাকে।
৪) শাস্ত্র মতে, গ্রহণে গর্ভবতী নারীদের বাড়ি থেকে না বেরোনো অশুভ ।