তীর্থঙ্কর মুখার্জি, বারুইপুর : বৃহস্পতিবার মধ্যরাতে বাসন্তী থানাতে গোপন সূত্রে খবর আসে যে কিছু দুষ্কৃতী ভরগড় গ্রাম পঞ্চায়েতের ৮নং গরানবোস এলকায় বেআইনী অস্ত্রশস্ত্র নিয়ে জমায়েত হয়েছে এলকায়। খবর পেয়েই পুলিশ টিম হানা দেয় নির্দিষ্ট জায়গায়।
পুলিশ পৌঁছে যেতেই দুষ্কৃতীরা পালিয়ে যাবার চেষ্টা করে। কিন্তু হাতেনাতে ধরা পড়ে যায় শামীম শেখ বলে এক যুবক। শামীম শেখকে জিজ্ঞাসাবাদ চালিয়ে পুলিশের হাতে রাতেই উদ্ধার হয় মোট ৮টি বেআইনি আগ্নেয়াস্ত্র।
যার মধ্যে ,৪টি লং এবং ৪টি স্মল। মোট ২৯টি কার্তুজ। এছাড়াও মেলে একটি ব্যাগে দশ ১২টা তাজা বোমা। উদ্ধার করা বোমা নিষ্ক্রিয় করবার জন্য বোম্ব ডিজপজাল স্কোয়াড-কে খবর দেওয়া হয়েছে। ধৃত দুষ্কৃতীকে পুলিশ রিমান্ডে আজ নেওয়া হবে।