এমডি রেমাজুল, শিলিগুড়ি : ভারত নেপাল সিমান্ত শিলিগুড়ির নকশাল বাড়িতে চিতাবাঘ নিয়ে ঘটল হুলস্থুল কান্ড। নকশালবাড়ির কালুয়াজোত গ্রামে ঢুকে পরে একটি চিতা বাঘ। লোকালয়ে বাঘ দেখে আতঙ্কিত হয়ে পড়েন স্থানীয় বাসিন্দারা।
এলকাবাসীর তারা খেয়ে আতঙ্কিত হয়ে একেবারে মগডালে চড়ে বসে চিতাবাঘ। খবর পাওয়া মাত্রই দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় বনকর্মীরা। চিতাবাঘটিকে গাছ থেকে নামাতে গিয়ে রীতিমতো নাজেহাল হতে হয় বনকর্মীদের।
গাছটিকে কেটে গাড়ির সঙ্গে বেঁধে মাটিতে ফেলা হয়। কিন্তু চিতাবাঘটি দৌড়ে পালিয়ে যায়। শেষপর্যন্ত বোমা ফাটিয়ে জালবন্দি করা হয় তাকে। এরপর হাদ ছেড়ে বাঁচেন স্থানীয় বাসিন্দারা।