গরমে নাভিশ্বাস সাধারন মানুষের, আগামী আগস্ট ও সেপ্টেমবরে কী পরিমান বৃষ্টি হবে ! জানাল IMD
BAHRS GLOBAL NEWS, 02 AUG 2020 পিয়ালী সিনহা , নয়া দিল্লি : অগাস্ট ও সেপ্টেম্বরে বর্ষার স্বাভাবিক বৃষ্টি হবে বলে জানিয়েছে কেন্দ্রীয় আবহাওয়া দফতর। গত কয়েকদিনে দক্ষিণবঙ্গে অস্বস্তিকর গরম বাড়ছে। আর উত্তরবঙ্গে চলছে লাগাতার বর্ষণ যার জেরে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে রাজ্যের একাধিক জায়গায়। তবে দক্ষিণবঙ্গ সহ একাধিক রাজ্যে অস্বস্তিকর গরম বাড়ছে। ভরা বর্ষায় গরম বাড়ায় বৃষ্টি নিয়ে উদ্বেগ বাড়ছে কৃষকদের মধ্যে। গোটা দেশে ৯৭ শতাংশ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর।
অগাস্ট এবং সেপ্টেম্বর মাসে খরিফ শস্য ফলনের সবচেয়ে বড় সময়। তাই আবহাওয়া দফতরের এই পূর্বাভাসে অনেকটাই স্বস্তি মিলেছে কৃষকদের। ফলন এবার ভাল হবে আশা করছেন তাঁরা। খরিফ শস্যের ফলনের উপরেই সারা বছরের দেশের খাদ্যের যোগান নির্ভর করে থাকে।
জুন মাসেও একাধিক জায়গায় স্বাভাবিকের থেকে বেশি বৃষ্টি হয়েছে। বিহার, অসমে যার জন্য বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। যদিও সার্বিক ভাবে জুন এবং জুলাই মাসে বর্ষার বৃষ্টি স্বাভাবিকের থেকে একটু কমই হয়েেছ। স্বাভাবিকের চেয়ে প্রায় ১৮ শতাংশ কম বৃষ্টি হয়েছে জুন মাসে। কিন্তু উত্তর এবং পূর্বভারতে বেশি বৃষ্টি হয়েছে। প্রায় ১২ শতাংশ বেশি বৃষ্টি হয়েছে। মধ্য ভারতে অপেক্ষাকৃত কম বৃষ্টি হয়েছে। আর উত্তর ভারতে ৪ শতাংশ কম বৃষ্টি হয়েছে।
ютуб