খাবার নেই, হেঁটেই চলেছেন ভিন রাজ্যের শ্রমিকরা পৌঁছতে হবে বাড়ি ! কী করুন পরিস্তিতি দেখুন
BAHRS GLOBAL NEWS, 31 MAR 2020 নিজস্ব সংবাদদাতা, মুর্শিদাবাদ : লকডাউনে আটকে পড়া প্রায় ৫০ জন শ্রমিক কোন যানবাহন না পেয়ে কোলকাতা থেকে ঝাড়খন্ডের উদ্দেশ্যে পায়ে হেঁটে রওনা দিয়েছে। গত তিন দিন ধরে হেঁটে চলার পর মঙ্গলবার মুর্শিদাবাদের ভাবতা এলাকা পৌঁছালে।
সেখানকার মানুষজন অসহায় শ্রমিকদের খিচুড়ি রান্না করে খাওয়ানোর ব্যাবস্থা করেন। সেখানে খাবার খেয়ে পুনরায় পায়ে হেঁটে ঝাড়খন্ডের উদ্দেশ্যে রওনা দেয়। অসহায় শ্রমিকরা জানান গত তিন দিনে সেই ভাবে কোন খাবার খায়নি।
রাস্তায় কোন সহৃদয় ব্যক্তি শুকনো খাবার দিলে সেই খাবার খেয়ে তারা হেঁটে চলেছে ঘন্টার পর ঘন্টা, দিনের পর দিন। রাস্তায় তাদের পুলিশি বাধার সম্মুখীন হতে হচ্ছে। তবে এখন শুধু লক্ষ্য একটাই কি করে ঘরে পৌঁছানো যায়। প্রায় চারশ কিলোমিটার পথ পায়ে হেঁটে ঝাড়খন্ডে পৌঁছানোই তাদের লক্ষ্য।
ягодка александр