তীর্থঙ্কর মুখার্জি, কলকাতা : লালার সম্পত্তি নিয়ে আইনি প্রক্রিয়া শুরু করেছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। লালাকে ঘোষিত অপরাধী হিসেবে আজ থেকে আসানসোল, জামুরিয়া, দুর্গাপুর-সহ বিভিন্ন জায়গায় শুরু হল পোস্টারিং।
লালাকে কয়লা পাচার কাণ্ডে তিন বার নোটিস দেওয়া সত্ত্বেও লালা অনুপস্থিত। জারি হয়েছে গ্রেফতারি পরোয়ানা। এর আগে কয়লা পাচার কাণ্ডে রাজ্যের একাধিক জায়গায় তল্লাসি চালিয়েছেন কেন্দ্রীয় সংস্থার গোয়েন্দারা।
লালার ঘনিষ্ঠ সহযোগীদের বাড়িতেও তল্লাসি চালিয়েছে সিবিআই। এবার পাচার কাণ্ডে অন্যতম অভিযুক্ত অনুপ মাজি ওরফে লালার সম্পত্তি বাজেয়াপ্ত করতে চায় সিবিআই।