ক্রাইম ব্যুরো “NCRB” রিপোর্ট অনুযায়ী ভারতে দৈনিক ৮৭ জন ধর্ষিতা ! রিপোর্টে বাড়ছে উদ্বেগ
তীর্থঙ্কর মুখার্জি, নয়া দিল্লি : ভারতে প্রায় নিত্যদিনের ঘটনা হয়ে উঠেছে ধর্ষণ। ন্যাশনাল ক্রাইম রেকর্ড ব্যুরোর (NCRB) পরিসংখ্যান অনুযায়ী, ২০১৯ সালে প্রতিদিন গড়ে ৮৭ জন মহিলা ধর্ষিতা হয়েছেন। ২০১৮ সালের থেকে ২০১৯ সালের মধ্যে নারীনিগ্রহের অপরাধের ঘটনা বেড়েছে ৭.৩ শতাংশ। যা যথেষ্টই উদ্বেগের বিষয়।
পরিসংখ্যান বলছে, ২০১৮ সালে মহিলাদের ওপর নির্যাতন সংক্রান্ত মামলার সংখ্যা ছিল ৩,৭৮,২৩৬। ২০১৯ সালে তা বেড়ে হয়েছে ৪,০৫,৮৬১টি। ২০১৮ সালে দেশে ধর্ষণের মামলা দায়ের হয়েছে ৩৩, ৩৫৬টি।
২০১৭ সালে মামলার সংখ্যা ছিল ৩২, ৫৫৯টি। মহিলাদের ওপর অপরাধ বলতে ধর্ষণের পাশাপাশি শ্লীলতাহানি, অপহরণ, গার্হস্থ্য হিংসার উল্লেখ রয়েছে রিপোর্টে।