কোভিড-১৯ পরিক্ষা এবার রায়গঞ্জ মেডিক্যাল কলেজে ! কী জানালো জেলা স্বাস্থ্য দপ্তর
BAHRS GLOBAL NEWS, 10 MAY 2020 পিয়ালী সিনহা , রায়গঞ্জ : জেলাবাসীর করোনা পরিক্ষা এবার জেলাতেই জানালো জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক । করোনা ভাইরাস সংক্রামণের রোগীদের মুখের লালা রস সংগ্রহ করে সেই লালা রসের পরীক্ষা করা এবং তার রিপোর্ট এখন রায়গঞ্জ মেডিক্যাল কলেজ ও হাসপাতাল থেকেই হবে।
জেলায় ৩ জনের করোনার রিপোর্ট পজেটিভ আসায় এরপরেই নড়েচড়ে বসে। শুরু হয়েছে জেলা স্বাস্থ্য দপ্তরের উদ্যোগে করোনা আক্রান্ত তিন জনের স্থানীয় এলাকায় অন্যান্য বাসিন্দাদের করোনা পরিক্ষার কাজ। জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক রিবীন্দ্রনাথ প্রধান জানান, করনা পজেটিভ তিন ব্যাক্তির রায়গঞ্জের কোভিড হাসপাতালে চিকিৎসাধীন।
অপর দিকে রায়গঞ্জ ব্লকের ঘোরই ও শামপুর এবং হেমতাবাদ বলকের রনহাট্টা এলকা কন্টাইনমেন্ট জোন ঘোশনা করা হয়েছে। এই তিন এলাকায় বাহির থেকে ভেতর ও ভেতর থেকে বাইরে স্থানীয় মানুষদের যাতায়েত পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়েছে। তবে আজ কনো রায়গঞ্জ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে করোনা সোয়াব টেস্ট হয়নি বলে জানিয়েছে জেলা স্বাস্থ্য দপ্তর।