কোভিড-১৯ : দেশে করোনা আক্রান্তের সংখ্যা ছাড়াল ৫ লাখ ! মহারাষ্ট্রে ২৪ ঘণ্টায় আক্রান্ত ৫০০০
BAHRS GLOBAL NEWS, 27 JUN 2020 তীর্থঙ্কর মুখার্জি, নয়া দিল্লি : পঞ্চম লকডাউন বা যাকে আনলক ০.১ বলা হচ্ছে, তাতে একটু একটু করে স্বাভাবিক ছন্দে ফেরা শুরু করেছে দেশের বিভিন্ন রাজ্য গুলি ৷ কিন্তু তার মধ্যেই প্রতি দিন আক্রান্তের নিরিখে রেকর্ড গড়ে চলেছে দেশ। পাশাপাশি বেড়েছে মৃত্যুর সংখ্যাও।
এদিন স্বাস্থ্যমন্ত্রকের হিসেবে, গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে ১৮,৫৭২ জন। এটি এখনও পর্যন্ত একদিনে রেকর্ড বৃদ্ধি। এই বৃদ্ধির জেরে করোনা ভাইরাসে আক্রান্তের মোট সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে ৫ লক্ষ ০৯ হাজার ৩৭৭ জন। গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে আরও ৩৮১ জনের।
মোট মৃতের সংখ্যা বেড়ে দাড়িয়েছে ১৫,৬৮১ জন। পাশাপাশি এখনও পর্যন্ত করোনায় সুস্থ হয়েছেন ২ লক্ষ ৯৫ হাজার। অন্যদিকে, দেশের মধ্যে শীর্ষস্থানে রয়েছে মহারাষ্ট্র । এই রাজ্যে একদিনে ৫,০২৪ জনের সংক্রমিত হওয়ার খবর এসেছে । মৃত্যু হয়েছে ১৭৫ জনের । বিশ্ব সংক্রমণের নিরিখে চতুর্থ স্থানে রয়েছে ভারত।