পিয়ালী সিনহা, নয়া দিল্লি : কোভিড আক্রান্ত হয়েছিলেন গ্র্যান্ডস্ল্যাম জয়ী টেনিস তারকা সানিয়া মির্জা। জানালেন সেই ভয়াবহ অভিজ্ঞতার কথা। ছ’বারের গ্র্যান্ডস্ল্যাম জয়ী সানিয়ার সন্তান এখন দুই বছরের। কোভিডের দিনগুলি তাঁকে কাটাতে হয়েছিল সন্তানকে ছাড়াই।
A quick update .. 🙏🏽 #Allhamdulillah I am fine now .. pic.twitter.com/7s2pJM6ChX
— Sania Mirza (@MirzaSania) January 19, 2021
সানিয়া ট্যুইটারে সে কথা জানিয়ে লেখেন, উপসর্গ ছিল না কিন্তু আমি কোভিডে আক্রান্ত হয়েছিলাম। আর সেই সময়টা গোটা পরিবারকে ছেড়ে আমায় আলাদা ভাবে থাকতে হয়েছিল। সানিয়ার পরামর্শ করোনা নিয়ে কোনও তামাশা নয়। মাস্ক পরা ও হাত ধোয়া বাধ্যতামূলক।
সানিয়া লেখেন, আমি ভাবতেই পারি না রোগীরা কী করে অসুস্থ হয়ে পরিবারের সকলকে ছেড়ে হাসপাতালে থাকেন। প্রতিদিনের এই লড়াই শারীরিক মানসিক ভাবে যে কী কঠিন তা অনুভব করেছি। সানিয়া তাঁর সমস্ত ভক্তকে অনুরোধ করেন যাতে তাঁরা সামাজিক দূরত্ববিধি মানে চলেন।