কেরলে গর্ভবতী হাতির মৃত্যুর ঘটনায় বিস্ফোরক সরবরাহের অভিযোগে আটক ১ !
BAHRS GLOBAL NEWS, 05 JUN 2020 নিজস্ব সংবাদদাতা, নয়া দিল্লি : শুক্রবার কেরলের বনমন্ত্রী কে রাজু জানায় ,কেরলে গর্ভবতী হাতির মৃত্যুর ঘটনায় জড়িত থাকার অভিযোগ গ্রেফতার করা হয়েছে ১ জন কে।বৃহস্পতিবারই কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন জানিয়েছিলেন যে, ওই হত্যার ঘটনায় ৩ সন্দেহভাজনকে চিহ্নিতও করা হয়েছে।
এদিনে ১ জনকে গ্রেফতার করল কেরল সরকার। কেরলের বন দফতরের এক উচ্চপদস্থ কর্তা জানিয়েছেন, বছর চল্লিশের যে ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে সে ওই বিস্ফোরক সরবরাহ করেছিলো বলে অভিযোগ। পুলিশ বাকি সন্দেহভাজনদের সন্ধানেও চিরুণি তল্লাশি শুরু করেছে। যেভাবে বাজি ভর্তি আনারস খেয়ে ওই গর্ভবতী হাতিটির মৃত্যু হয় তাতে শিউরে ওঠে গোটা দেশ।
তবে এই হাতিটির মৃত্যু নিয়ে এত তোলপাড় হলেও জানা যায় যে বরাবরই নাকি কেরলের মতো রাজ্যগুলোতে যেকোনও বন্য প্রাণী থেকে ফসল রক্ষার জন্য ফলের মধ্যে বিস্ফোরক ভরে টোপ হিসাবে ব্যবহারের প্রচলন রয়েছে। সেই রাজ্যের হাতির কাছ থেকে ফসল রক্ষার জন্য এমন নক্কার জনক পন্থার কথা সামনে আস্তে বকরুদ্ধ গোটা দেশ।