তীর্থঙ্কর মুখার্জি, নয়া দিল্লি : দিল্লির সিংঘু সীমান্তে আন্দোলন চালিয়ে যাচ্ছেন বিভিন্ন প্রান্তের কৃষকরা। নতুন বছরেও জারি সেই আন্দোলন। ৪ জানুয়ারি আবার এই বিষয়ে কেন্দ্রের সঙ্গে আলোচনায় বসার কথা রয়েছে কৃষকদের। কেন্দ্রীয় কৃষিমন্ত্রী নরেন্দ্র সিং তোমর যদিও দাবি করেছেন যে ষষ্ঠ বৈঠকে সমস্যার ৫০ শতাংশ সমাধান হয়ে গিয়েছে।
যদিও কৃষি আইন প্রত্যাহারের বিষয়ে এখনও কিছুই এগোয়নি। আর তাই পরবর্তী বৈঠকের আগে কৃষকনেতারা কড়া ভাষায় জানালেন, এবার সমাধান না হলে আগামী ৬ জানুয়ারি বড় পদক্ষেপ করবেন তাঁরা। ষষ্ঠ বৈঠকের পরে কেন্দ্রীয় কৃষিমন্ত্রী বলেছেন কৃষকদের দুটি দাবি মেনে নেওয়া হয়েছে।
যদিও কৃষি আইন বাতিল না হওয়া অবধি কৃষকরা নিজেদের লক্ষ্যে অনড় থাকবেন বলে জানিয়ে দিয়েছেন। হুঁশিয়ারি দিয়ে কৃষক নেতারা জানিয়েছে রফা না মিললে হরিয়ানায় সব টোল প্লাজা ফ্রি থাকবে। সমস্ত পেট্রোল পাম্প ও মল বন্ধ থাকবে। এছাড়াও হরিয়ানা রাজস্থান সীমান্তে যে আন্দোলন চলছে তার আরও বিস্তার হবে।
https://buypriligyhop.com/ – Priligy