পিঙ্কি শর্মা, নয়াদিল্লি : উত্তপ্ত আফগানিস্থান। কাবুলের আন্তর্জাতিক বিমানবন্দর চত্বরের বিস্ফোরণের দায় স্বীকার করল ইসলামিক স্টেট জঙ্গি জঙ্গি গোষ্ঠি। তাঁদের সংবাদ মাধ্যম অমক নিউজ এজেন্সিতে বিস্ফোরণ ঘটানোর দাবি করে জঙ্গি গোষ্ঠীটি জানিয়েছে, মৃত ও আহত ব্যক্তির মোট সংখ্যা ১৬০।
সেখানে এক ব্যাক্তির ছবি দিয়ে জানানো হয়েছে সেই আত্মঘাতী বিস্ফোরণ ঘটিয়েছে। বৃহস্পতিবার কাবুল বিমানবন্দর চত্বরে পরপর দু’টি বিস্ফোরণে মৃত্যু হয়েছে ৬০ জনের যা পরবর্তীতে সেই সংখ্যা গিয়ে দারিয়েছে ৭২-এ।
এছাড়াও ১২ জন মার্কিন সেনার মৃত্যু হয়েছে। আহত আরো ১৫ ,এমনটাই জানিয়েছেন আমেরিকার কেন্দ্রীয় সেনা বাহিনীর প্রধান কেনেথ এফ ম্যাকেঞ্জি জুনিয়র।

শুক্রবার ভোরেই প্রেসিডেন্ট জো বাইডেন হুঁশিয়ারি দিয়ে বলেছেন, “আমরা ক্ষমা করবো না। আমরা ভুলব না। আমরা তোমাদের খুঁজে বার করব। আর এর দাম তোমাদের দিতে হবে।”