তীর্থঙ্কর মুখার্জি, কলকাতা : চলতি পরীক্ষা পদ্ধতি আপাতত বাতিল। এমনটাই জানিয়েছে যাদবপুর বিশ্ববিদ্যালয়। কলকাতা বিশ্ববিদ্যালয়ের পথেই হাঁটল যাদবপুর। স্নাতক ও স্নাতকোত্তরের চূড়ান্ত বর্ষের ছাত্রছাত্রীরা বাড়িতে বসে বই দেখে পরীক্ষা দিতে পারবেন।
করোনা আবহে ৩০ সেপ্টেম্বরের মধ্যে পরীক্ষা নেওয়ার কথা বলেছিল বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন। কিন্তু রাজ্য সরকার ইতিমধ্যেই ঘোষণা করেছে, রাজ্যে কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলির স্নাতক ও স্নাতকোত্তরের পরীক্ষা নেওয়া হবে ১ থেকে ১৮ অক্টোবরের মধ্যে। আর ফল ঘোষণা করা হবে ৩১ অক্টোবরের মধ্যে।
সোমবার যাদবপুরে ফ্যাকাল্টি কাউন্সিলের বৈঠক হয়। সেখানে ঠিক হয়েছে ছাত্রছাত্রীদের প্রশ্ন পাঠানো হবে মেল কিংবা হোয়াটসঅ্যাপে। অন্যদিকে ছাত্রছাত্রীরা বাড়িতে বসে পরীক্ষা দিয়ে তা অনলাইনে পাঠিয়ে দিতে পারবেন।
স্মার্টফোন কিংবা ল্যাপটপ না থাকে তাহলে তাঁর বাড়িতে প্রশ্নপত্র পাঠানোর ব্যবস্থা করবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। সেই ছাত্রছাত্রীর কাছ থেকে উত্তরপত্র সংগ্রহও করবে কর্তৃপক্ষ।
i took a chance on ordering this
customer service is outstanding.
http://yusoft.pp.ru/3537-1xbet-oficialnyj-sajt-1xbet-zerkalo-mobilnaya.html
1xbet рабочее на сегодня