BAHRS GLOBAL NEWS, 31 MAR 2020 জয়ন্ত বোস , কালিয়াগঞ্জ : করোনা ভাইরাসের জেরে দেশ জুড়ে চলছে লকডাউন। এরই জেরে সব থেকে বেশি সমস্যায় পরেছে দিন আনা দিন খওয়া সম্প্রদায়ের মানুষেরা। কারন বর্তমানে কাজ নেই এখন আর তাদের কাছে।
এমত অবস্থায় উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ বিধানসভার মানবাধিকার সংগঠন HUMAN RIGHTS BAHRSWB NATIONALIST FORUM এর সভাপতি সুশান্ত মোদক (পিন্টু) তার ঐকান্তিক প্রচেষ্টায় মঙ্গলবার কালিয়াগঞ্জ পুরসভার বিভিন্ন ওয়ার্ডের টানা ৪ দিন ধরে দিন আনা দিন খাওয়া প্রায় ১০০ মানুষের হাতে ৩ কেজি চাল ও ২ কেজি আলু তাদের হাতে তুলে দেন। চাল, আলুর পাশাপাশি একটি করে করোনা সংক্রামণ থেকে দুরে থাকতে হাত পরিষ্কার করে ধোবার জন্য একটি করে সাবান তুলে দেন।
এদিন তিনি জানান, লকডাউনের দরুন স্তব্দ হয়ে রয়েছে জনজীবন। আর এই পরিস্তিতিতে বেশি সমস্যায় পড়েছেন দিন আনা দিন খাওয়া সাধরণ মানুষেরা এবং তাঁদের জন্য আমাদের বাংলার মাননীয়া মুখ্যমন্ত্রী ইতি মধ্যে রাস্তায় নেমে তাঁদের পাশে দাড়িয়েছে এবং খাদ্য সামগ্রী তুলে দিয়েছেন।
সেই মতো আমি আমাদের মানবাধিকার সংগঠনথেকে গত চার দিন ধরে আমার সাধ্য মতো ন্যূনতম প্রোয়জনীয় কিছু খাদ্য সামগ্রী তাদের হাতে তুলে দিচ্ছি। এবং হাত জোর করে বলেছি বাড়িতে থককুন বাড়ির বাইরে বেড়বেন না কারন আপনিও একজন এই করোনা যুদ্ধের যোদ্ধা। তিনি জানান, শুধু খাদ্য সামগ্রী নয় এই লকডাউনে গৃহবন্দি মানুষের প্রোজনীয় ওষুধ পৌঁছে দিচ্ছে আমাদের মানবাধিকার সংগঠনের সদস্য ও সদস্যারা।
আপনি বাড়ির বাইরে না বেড়লেই এই ভাইরাসের সাথে মোকাবেলা করা সম্ভব। উল্লেখ্য তিনি শাস্বক দলের শাখা সংঠন তৃণমূল যুব কংগ্রেসের জেলার সহ সভাপতি পদেউ রয়েছেন।