করোনা সংক্রমণ থেকে মুক্তি পেল নিউজিল্যান্ড ! আনন্দে দিশেহারা নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী !
BAHRS GLOBAL NEWS, 09 JUN 2020 নিজস্ব সংবাদদাতা, নয়া দিল্লি : নিউজিল্যান্ড বিশ্বের নবম দেশ, যারা করোনামুক্ত হল।জুন মাসের ০৮ তারিখ পর্যন্ত টানা ১৭ দিন দেশে নতুন করে কোনও সংক্রামিতের খোঁজ না মেলায় দেশকে করোনামুক্ত বলে ঘোষনা করেছেন সে দেশের প্রধানমন্ত্রী জেসিন্ডা আর্ডেন।
এক সংবাদ মাধ্যমে জানান তিনি, আত্মবিশ্বাসের সঙ্গে জানাচ্ছি যে, নিউজিল্যান্ড সংক্রমণের হাত থেকে পুরোপুরি মুক্তি পেয়েছে। করোনাকে আমরা হারিয়ে দিয়েছি। তিনি আরো বলেন, করোনার বিরুদ্ধে লড়াইয়ে আমরা দেশবাসি সবাই অনেক ত্যাগ স্বীকার করেছি।
তাই সংক্রমণ থেকে মুক্তির খবর পেয়ে মেয়ের সঙ্গে কিছুক্ষণ নাচলাম। প্রথমে একাই নাচছিলাম। মেয়ে অবাক হয়ে দেখছিল। একটু পরে মেয়েও এসে আমার সঙ্গে যোগ দেয়। তবে এই আনন্দের খবর জানানোর পাশাপাশি তিনি জানান,লকডাউন উঠে গেলেও আগামী কিছুদিন সতর্কতা বজায় রাখতে হবে।