BAHRS GLOBAL NEWS, 09 APR 2020 তীর্থঙ্কর মুখার্জি, নয়া দিল্লি : করোনা আবহেও অশান্ত উপত্যকা। ভারত যখন করোনা সংকট মোকাবিলায় ব্রতী, তখন পাকিস্তান কাশ্মীর সীমান্ত দিয়ে অনবরত অনুপ্রবেশের চেষ্টা করিয়ে যাচ্ছে সন্ত্রাসবাদীদের। এমন পরিস্থিতিতে ভারতীয় সেনা পেয়ে গেল বড়সড় সাফল্য। এক রুদ্ধশ্বাস এনকাউন্টারে ভারতীয় সেনা নিকেশ করেছে জঙ্গি সাজাদ দারকে।
পুলওয়ামা কাণ্ডে জড়িতে ছিল পাক আস্রিত জঙ্গি সংগঠনের সন্ত্রাসবাদী আদিল দার। আর এবার সেই জইশের সন্ত্রাসবাদী সাজাদ দারকে নিকেশ করল সেনা। সূত্র মারফৎ সজাদের খবর পেতেই সেনা উত্তর কাশ্মীরে বড়সড় অপরেশন চালায়।উল্লেখ্য, বহুদিন ধরেই সেনা খুঁজছিল সাজাদকে। একাধিক কাণ্ডে বারবার উপত্যকায় নাম উঠে এসেছে সাজাদের।
সেনার কাছে খবর ছিল সোপোরের গুলবাদ এলাকায় গা ঢাকা দিয়ে রয়েছে সাজাজরা। এমন পরিস্থিতিতে সেনা প্রবল লড়াইয়ে নামে। ২২ রাষ্ট্রীয় রাইফেল,সিআরপিএফ ও কাশ্মীর পুলিশের যৌথ উদ্যোগে চরমভাবে চলে অপরেশন। আর তারপরই সাজাদের মৃত্যুর খবর জানিয়েছে সেনা।