BAHRS GLOBAL NEWS, 11 MAY 2020 প্রজয় চক্রবর্তী, রায়গঞ্জ : এই মূহুর্তের বড়ো খবর শ্যামপুর এলেঙ্গিয়ার মাঝখানে ভুট্টা খেতে বাঘ দেখতে পেলো গ্রাম বাসিরা । সোমবার সন্ধ্যা ৮টার নাগাদ আচমকাই কিছু গ্রামবাসী বাঘ বলে ছোটা ছুটি শুরু করে।
এরপরেই মশাল নিয়ে এলাকার স্থানীয় মানুষ বাঘ তাড়াতে ছুটতে থাকে। কেউ সঠিক ভাবে না বলতে পারলেউ গ্রামবাসীর দাবি অনেকেই দেখেছে সেই বাঘ । সোশ্যাল মিডিয়ায় সেই ছবি ও ভিডিও রিতি মতো ভাইরাল হয়ে যায় কয়েক সেকেন্ডের মধ্যেই।