করোনা আতঙ্কের মধ্যেই নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষ, কাশ্মীরে মৃত ৩ জঙ্গি !
BAHRS GLOBAL NEWS, 25 APR 2020 তীর্থঙ্কর মুখার্জি,জম্মু ও কাশ্মীর : শনিবার সকালে জম্মু ও কাশ্মীরের পুলওয়ামার অবন্তীপোরায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে ৩ জঙ্গির মৃত্যু হয়। এদিন সূত্রে খবর পাওয়ার পর এলাকা ঘিরে তল্লাশি চালায় নিরাপত্তা বাহিনী। ভোররাতে নিরাপত্তা বাহিনীকে দেখে গুলি চালাতে শুরু করে জঙ্গিরা। ঘটনাস্থলেই মৃত্যু হয় তিন জঙ্গির। ঘটনাস্থল থেকে বেশ কিছু অস্ত্র উদ্ধার করেছে নিরাপত্তা বাহিনি।
সেনাবাহিণীর ৫০ রাষ্ট্রীয় রাইফেলস (কুমায়ুন রেজিমেন্ট), সিআরপিএফ -এর ১৩০ ব্যাটেলিয়ান এবং জম্মু ও কাশ্মীর পুলিশের মিলিত বাহিনী অভিযান চালায়।
জানা গিয়েছে , নিরাপত্তা বাহিনীর কাছে খবর আসে সেখানে বেশ কয়েকজন জঙ্গি লুকিয়ে রয়েছে। সেই মতো অভিযান চালায় বাহিনী। এলকায় নিরাপত্তা বাহিনীর উপস্ততিতি বুঝতে পেরেই গুলি চালাতে শুরু করে জঙ্গিরা। নিরাপত্তা বাহিনী পাল্টা গুলি চালায়। ৩ জঙ্গির মৃত্যু হয়। এলকায় তল্লাশি অভিযান জারি রয়েছে।
clomid vs nolva best over the counter clomid how can i get clomid where can i get clomid over the counter