করোনায় ভারতে প্রথম চিকিৎসকের মৃত্যু ! মধ্যপ্রদেশে আক্রান্ত ৩৮৮
BAHRS GLOBAL NEWS, 09 APR 2020
সম্রাট হালদার ,ইন্দোর : করোনায় আক্রান্ত হয়ে এই প্রথম কোনও চিকিৎসকের মৃত্যু হল ভারতে। ওই চিকিৎসক ইন্দোরের বাসিন্দা ছিলেন। এমজিএম মেডিক্যাল কলেজের তরফে বৃহস্পতিবার তাঁর মৃত্যু সংবাদ জানানো হয়েছে। এই মুহূর্তে শুধু ইন্দোরে করোনা আক্রান্তের সংখ্যা ২১৩। মধ্যপ্রদেশে মোট আক্রান্ত ৩৮৮ জন।
A doctor who tested positive for COVID19 passes away, taking the death toll in Indore to 22. Total number of positive cases in Indore are 213: PRO, MGM Medical College, Indore, Madhya Pradesh
— ANI (@ANI) April 9, 2020