করোনার থাবা এবার টলিউডে, কয়েল ও রঞ্জিত মল্লিক সহ ৪ জন সংক্রমিত !
BAHRS GLOBAL NEWS, 10 JUL 2020 বিকাশ সিং, কলকাতা : করোনা আক্রান্ত হলেন কোয়েল মল্লিক ও তাঁর গোটা পরিবার। শুক্রবার সন্ধ্যায় টুইট করে কোয়েল মল্লিক জানান, তিনি ও তাঁর পরিবার অর্থাৎ বাবা-মা ও স্বামীও। তাঁদের ৪ জনেরই করোনার রিপোর্ট পজিটিভ এসেছে। গত দু-সপ্তাহ ধরে তাঁরা ভুগছিলেন।
শ্বাসকষ্ট নয়েই দু-সপ্তাহ জ্বর-সর্দিকাশিতে ভুগছিলেন তাঁরা। এইসব উপসর্গ দেখা দেওয়ায় করোনা পরীক্ষায় করা হয়। রিপোর্ট পজিটিভ এসেছে। সকলেই তাঁরা হোম কোয়ারেন্টিনে আছে। তবে করোনার সন্তানের কোনও সমস্যা নেই। কোয়েলকে রিটুইট করে দ্রুত সুস্থ হয়ে ওঠার বার্তা দিয়েছেন জিৎ-ডিৎ গাঙ্গুলিরা।