তীর্থঙ্কর মুখার্জি, কলকাতা : শুভেন্দু অধিকারীর বিজেপি যোগদানের পর কড়া হচ্ছিল তৃণমূল৷ দিঘা – শঙ্করপুর উন্নয়ন পর্ষদ থেকে এবার সরানো হলো শিশির অধিকারীকে৷ এর আগে কাঁথি পরিষদ থেকে সৌমেন্দু অধিকারীকে সরানো হয়েছিল তাঁর বরাদ্দ পদ থেকে৷
শিশির অধিকারীর জায়গায় নতুন চেয়ারম্যান হিসেবে নিযুক্ত হলেন অখিল গিরি৷ অপসারনের কারন হিসেবে অখিল গিরি বলেন, দিঘা-শঙ্করপুর উন্নয়ন পরিষদের কোনও কাজ করছিলেন না তিনি৷ আসতেন না কোনও বৈঠকেও৷ তাই এই পদক্ষেপ নিয়েছে দল৷